১। কোন ধরনের পরিবার এ প্রকল্পের সুবিধাভোগী?
ক) দুঃস্থ বিধবা মহিলার পরিবার; খ) অস্বচ্ছল উপজাতি ছাত্রছাত্রীর পরিবার;
গ) দিনমজুর ; ঘ) অস্বচ্ছল প্রতিবন্ধি ছাত্রছাত্রীর পরিবার;
ঙ) অস্বচ্ছল চাকুরীজীবি, অস্বচ্ছল পেশাজীবি, যেমন - জেলে, কুমার, কামার, তাঁতী, মুচি ইত্যাদি;
২। কে এবং কিভাবে এই পরিবারগুলি বাছাই করবেন?
ক) প্রধান শিক্ষক স্কুল ম্যানেজিং কমিটির সহায়তায় ১ নং এ বর্ণিত মানদন্ড অনুযায়ী ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মধ্য হতে অনুমোদিত এবং সংশোধিত দলিলে প্রদত্ত সংস্থান মোতাবেক দরিদ্র ছাত্র-ছাত্রীকে নিবার্চন করে একটি তালিকা প্রণয়ন করবেন।
খ) প্রস্তাবকৃত তালিকা সহকারী উপজেলা শিক্ষা অফিসার যাচাই, উপজেলা শিক্ষা অফিসার অনুমোদন করবেন এবং উপজেলা নির্বাহী অফিসার প্রতিস্বাক্ষর করবেন।
গ) অনুমোদিত তালিকা ০২ টি রেজিষ্টারে নির্ধারিত ছকে লিপিবদ্ধ করে প্রধান শিক্ষক এক প্রস্থ উপজেলা শিক্ষা অফিসে সংরক্ষনের জন্য প্রেরণ করবেন, অপরটি স্কুলে সংরক্ষন (ইউইও কর্তৃক অনুমোদিত) করবেন।
ঘ) প্রতি বছর প্রথম শ্রেণীর দরিদ্র ছাত্র ছাত্রী ও পরিবার (এক বা একাধিক সন্তান বিশিষ্ট) চিহ্নিত করতে হবে।
ঙ) উপবৃত্তি প্রাপ্তির শর্তভঙ্গের কারনে কোন সুবিধাভোগী পরিবারের কার্ড বাতিল হয় সেক্ষেত্রে যথাযথ পদ্ধতি অনুসরন করে উপবৃত্তি প্রাপ্তি যোগ্যতা সম্পন্ন অপর কোন ছাত্র-ছাত্রীকে সুবিধাভোগী নির্বাচন করা যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস